thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বাংলাদেশে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

২০১৩ নভেম্বর ০১ ১০:৩৮:৫৯
বাংলাদেশে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

দিরিপোর্ট২৪ ডেস্ক : আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। খবর জিনহুয়ার।

বান কি মুনের মুখপাত্র বৃহস্পতিবার এক বার্তায় বলেন, ‘তিনি সকলকে আইনের প্রতি সম্মান প্রদর্শন, সংযম ও শান্তিপূর্ণভাবে নিজস্ব মতামত ব্যক্ত করার আহ্বান করেছেন।’

তিনি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেও সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান।

প্রসঙ্গত, ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ২৫ অক্টোবর মহাসমাবেশ ও এরপর টানা ৬০ ঘণ্টার হরতাল আহ্বান করে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ ভেঙ্গে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর