thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কেন্দ্রীয় ব্যাংকের কাছে জাতীয় ঐক্যের ১০ দফা দাবি পেশ

২০১৪ জানুয়ারি ২৩ ১৫:৪৪:৪৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়নে বাংলাদেশ ব্যাংকে ১০ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য।

সংগঠনটির সভাপতি রুহুল আমিন আকন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গভর্নরের ব্যক্তিগত সহকারি (পিএস) ওসমান গনির কাছে হস্তান্তর করা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- মুদ্রানীতিতে ঋণ প্রবাহ বাড়ানোর মাধ্যমে তারল্য প্রবাহ বৃদ্ধি, আইসিবিকে ন্যূনতম ১ হাজার কোটি টাকার সাবসিডাইজড রেটে ফান্ড দেওয়ার ব্যবস্থা করা, ব্যাংকগুলোর এক্সপোজার লিমিটের সময়সীমা ৩ বছরের সমন্বয় থেকে যুক্তিযুক্তভাবে বর্ধিতকরণ, আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত সমন্বয়ে না যায় সে জন্য দ্রুত তদারকির ব্যবস্থা করা, বাজার থেকে মুনাফা নেওয়া ব্যাংকগুলোকে বিনিয়োগে ফিরিয়ে আনা ইত্যাদি।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর