thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গ্রন্থমেলাকে কেন্দ্র করে ব্যস্ততা প্রেস, বাইন্ডিং, পেস্টিংখানায়

২০১৪ জানুয়ারি ২৩ ১৬:১১:২২
গ্রন্থমেলাকে কেন্দ্র করে ব্যস্ততা প্রেস, বাইন্ডিং, পেস্টিংখানায়

মুহম্মদ আকবর, দ্য রিপোর্ট : ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’ কে কেন্দ্র করে বাংলা একাডেমি ও প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বই মেলার পূর্ণ প্রস্তুতি। ঠিক তেমনি বইমেলার শেষ সময়ের প্রস্তুতি হিসেবে ফকিরাপুল, সূত্রাপুর, বাংলাবাজার, শাহবাগ আজিজ সুপার মার্কেট, পাটোয়াটুলি, কাঁটাবনসহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রেস, পেস্টিং, কম্পোজ ও বাইন্ডিংখানাতেও চলছে বিরামহীন কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, পূর্ব নির্ধারিত যে সব এলাকায় ছুটি ছিল বই মেলার প্রস্তুতির কাজে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে সে জন্য খোলা রাখা হয়েছে প্রকাশনা শিল্পের সঙ্গে সম্পৃক্ত সকল দোকানপাট ও কারখানা।

সূত্রাপুর পাণিনি প্রেসের স্বত্বাধিকারী মামুন বিহারী দ্য রিপোর্টকে জানান, ‘দেখুন, এই একটা মাস দিনরাত কাজের মধ্য দিয়ে সারাবছরের গ্যাপগুলো কাটিয়ে উঠার চেষ্ঠা করি। এক্সট্রা পাওনা অর্জনের জন্য কর্মচারীরাও বেশ সানন্দে কাজ করে থাকে।’ দীর্ঘদিন ধরে পেস্টিং কাজের সঙ্গে সম্পৃক্ত বাংলাবাজারের মোহাম্মদ আরিফ জানান, ‘কাজের প্রচুর চাপ, সাতদিন হল বাড়ি যাওয়া হয় না, খাওয়া-দাওয়া বাদে পুরো সময় পেস্টিং করে যাচ্ছি। নিরন্তর কাজের মধ্যে থেকেও বাড়তি অর্থ সমাগমের বিষয়টা মাথায় রেখে বেশ আনন্দ লাগছে।’

বই প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত কম্পোজের দোকানগুলোতে সবাই পুরোনো কাজে ব্যস্ত, নতুন করে কম্পোজের অর্ডার নেবার সময় নেই। সূত্রাপুর ডালপট্টির মা বাইন্ডিংখানার স্বত্বাধিকারী আশরাফ হোসেন বলেন, ‘এ আবার নতুন কী? সামনে মেলা সুতরাং ব্যস্ততা থাকবেই। প্রতিবছরের মতো মেলা উপলক্ষে নতুন লোক নিয়োগ দিয়েছি সেই সঙ্গে পুরোনো কর্মচারীদেরও সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে দিয়েছি।’

কম্পোজ, পেস্টিং, প্রেস ও বাইন্ডিং এগুলোর পৃথক কাজের সমন্বিত প্রচেষ্ঠায় এক একটি গ্রন্থ পাঠকের হাতে আসে। তাদের সকলের চিন্তার সঠিক মূল্যায়ন হবে যদি ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’ সফলতার মুখ দেখে। মেলা আসতে আর কয়েকদিন বাকী এখন কেবল লেখক আর বইপ্রেমীদের অপেক্ষার পালা।

(দ্য রিপোর্ট/এমএ/কেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর