thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার

২০১৪ জানুয়ারি ২৩ ১৭:০৮:৪৪
রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন আব্দুল হাই তালুকদার।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় রোল নাম্বারধারী ও সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নাম্বারধারীদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এবার ‘এ’ ইউনিটে ভর্তি ফরম উত্তোলন করেছিলেন ২১ হাজার ১৬৮ জন শিক্ষার্থী।

কলা অনুষদের ডিন আব্দুল হাই তালুকদার বলেন, শান্তিপূর্ণভাবেই আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এরই মধ্যে ফল তৈরির কাজ শুরু হয়ে গেছে। শুক্রবার দুপুরের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবেন বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/জেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর