thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবার সময় নেই’

২০১৪ জানুয়ারি ২৩ ১৭:০৯:১৪
‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবার সময় নেই’

গোপালগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘এ মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবার কোনো সময় নেই।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও এ সময় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ষড়যন্ত্রের পথ বেছে নেওয়ায় বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনে অংশ নেয়নি। ভয়ভীতি উপেক্ষা করে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এ সরকারকে বহির্বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে। তাই নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। আর এ মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবারও সময় নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত মানুষের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করেছিল। ইতোমধ্যে মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে, উদ্বেগ-উৎকণ্ঠা কেটে যাচ্ছে এবং অর্থনীতি আবারও সচল হচ্ছে।’

তিনি বিএনপিসহ নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে আপনারা ভুল করেছেন। সে ভুলের দায় জনগণ নিতে পারে না।’

দেশের উন্নয়নের স্বার্থে বিরোধী দলকে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করা এবং আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বন সংরক্ষক (যশোর অঞ্চল) ফারুক হোসেন, ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী বন সংরক্ষক মাসুদ রানা, কেন্দ্রীয় জেপির যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান, বরিশাল মহানগর জেপির সভাপতি ডা. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম টুকু ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসবিএম/এমএআর/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর