thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

অগ্নিদগ্ধ লামিয়া মারা গেছেন

২০১৩ নভেম্বর ০১ ১০:৫১:৫৯

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মোবাইলের চার্জার বিস্ফোরণে অগ্নিদগ্ধ উম্মে সাদিয়ান আতিকা লামিয়া (১৯) মারা গেছেন। মৃত লামিয়া সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইনসেনটিভ কেয়ার ইউনিটতে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টায় মারা যান তিনি।

মৃতের পরিবার সূত্র জানায়, লামিয়া রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে থেকে পড়াশোনা করতেন। ২৬ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে মোবাইলের চার্জার বিস্ফোরণে লামিয়া গুরুতর অগ্নিদগ্ধ হন।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দুই বোনের মধ্যে লামিয়া ছিলেন বড়। তার বাবা হাসিবুর রহমান একজন স্কুলশিক্ষক। তার বাড়ি নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকায়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকিম জানান, এটি একটি দুর্ঘটনা। ঘটনার পর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দিরিপোর্ট২৪/ডি/এএস/জেএম/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর