thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করছে বিজিবি

২০১৪ জানুয়ারি ২৩ ১৭:২০:৫৭
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করছে বিজিবি

সাতক্ষীরা সংবাদদাতা : প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর গৃহ নির্মাণ কাজ শুরু করেছে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা।

সদর উপজেলার কুচপুকুরে বৃহস্পতিবার সকালে জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলামের সেমিপাঁকা ঘর নির্মাণ শুরু করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরার ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান জানান, ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জনসভায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করতে বিজিবিকে নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নিহত ১৬ আওয়ামী লীগের নেতাকর্মীর গৃহ নির্মাণ করা হবে। ৫ ইঞ্চি পাঁকা দেওয়াল ও ৪০০ বর্গফিটের প্রতিটি গৃহ নির্মাণ করতে ব্যয় হবে দেড় লাখ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যয় বহন করা হবে। তবে অনুদান না আসা পর্যন্ত বিজিবির নিজস্ব তহবিল থেকে ঘর তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত আরও ৮৫ জনের ঘর তৈরি করে দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমএআর/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর