thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘চিকিৎসকদের গ্রামে রাখতে আইন করা হবে’

২০১৪ জানুয়ারি ২৩ ১৭:৪৮:২৪
‘চিকিৎসকদের গ্রামে রাখতে আইন করা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : চিকিৎসকদের গ্রামে রাখতে প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। চিকিৎসকরা ২ বছর গ্রামে না থাকলে তাদের চাকরি থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও পরিচিতিমূলক সভায় বৃহস্পতিবার তিনি এ সব কথা বলেন।

এ দেশে বুঝিয়ে কোনো কাজ হয় না জানিয়ে তিনি আরও বলেন, ‘ডাক্তারদের বদলি বন্ধ করতে হবে। অনেক কাজ জোর করে করতে হয়। ডাক্তার সাহেবদের ২ বছর গ্রামে থাকতে হবে। অন্যথায়, চাকরি থাকবে না। আমার কাছে কোনো তদবির করবেন না। ডাক্তারদের গ্রাম থেকে ফিরে আসা কমলে জনগণ খুশি হবে।’

স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘ভালো কাজ করলে রক্ষা পাবেন, খারাপ কাজ করলে পাবেন না। দুর্নীতির ব্যাপারে কোনো আপোস নেই। ডাক্তারদের পেছনে জনগণের অনেক টাকা খরচ হয়েছে। সুতরাং জনগণের সেবা করতে হবে। গ্রামের হাসপাতালে দেখা যায় চেয়ার আছে কিন্তু ডাক্তার নেই। এ রকম হলে চাকরি খাকবে না।’

আর কোনো বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হবে না জানিয়ে নাসিম বলেন, ‘অনুমোদন পাওয়া বেসরকারি মেডিকেল কলেজ পর্যালোচনা করে দেখা হবে। দরকার হলে এক্ষেত্রেও আইন করা হবে। হুজুগে ব্যবস্থা বন্ধ করতে হবে। এত বেসরকারি মেডিকেল কলেজের কী দরকার? এগুলো ব্যবসার জন্য করা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচলক অধ্যাপক ডা. খন্দকার শিফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর