thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাড়ম্বরে পালিত নেতাজীর ১১৮তম জন্মবার্ষিকী

২০১৪ জানুয়ারি ২৩ ১৭:৪৬:৩২
সাড়ম্বরে পালিত নেতাজীর ১১৮তম জন্মবার্ষিকী

কলকাতা প্রতিনিধি : ভারতে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মবার্ষিকী৷ দেশটির প্রতিটি রাজ্যের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই এই বীরসেনাকে শ্রদ্ধা জানানো হয়৷

কলকাতার এলগিন রোডে নেতাজীর বাসভবনে জন্মবার্ষিকী উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এমকে নারায়ণ৷ তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছি।’

কলকাতার রেড রোডেও এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজীকে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়সহ অন্যরা।

এদিকে দার্জিলিংয়ের ম্যালেতেও নেতাজীর জন্মবার্ষিকী পালন করা হয়েছে৷ সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তী নেতা সুভাষচন্দ্র বসু ব্রিটিশ ভারতের উড়িষ্যা রাজ্যের কটক শহরে ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর