thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় আটক ১

২০১৪ জানুয়ারি ২৩ ১৮:৫১:২২
আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় আটক ১

সাভার সংবাদদাতা : আশুলিয়ার জিরানী বাজার বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় খোকন (২৮) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তাকে আটক করা হয়। খোকন গাজীপুরের জয়দেবপুর এলাকার দক্ষিণ পানিশাইল মহল্লার আনছার আলীর ছেলে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক খোকনসহ আরও বেশ কয়েকজন বাস-ট্রাক মালিক সমিতির নাম করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় বিভিন্ন সিএনজি, ট্রাকসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। পরিবহনে চাঁদাবাজির অভিযোগেরভিত্তিতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে খোকনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকনের সঙ্গে থাকা সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর