thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

জোটবদ্ধ হলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা

২০১৪ জানুয়ারি ২৩ ১৯:১৩:৪১
জোটবদ্ধ হলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জোটবদ্ধ হয়েছেন দশম জাতীয় সংসদের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। প্রাথমিকভাবে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

ঢাকা-৭ থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম দ্য রিপোর্ট প্রতিবেদককে জানান, জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বিকেলে একটি বৈঠকে তারা এ সিদ্ধান্ত নেন। ওই বৈঠকে তাকে সভাপতি করে চার সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান সহ-সভাপতি, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল সদস্য সচিব ও পিরোজপুর-৩ আসনের মো. রুস্তম আলী ফরাজীকে সদস্য করা হয়েছে।

হাজী সেলিম জানান, বৈঠকে ১৫ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। বাকি তিনজনও সম্মতি দিয়েছেন।

‘এই গ্রুপ সরকারি কিংবা বিরোধী দলের সঙ্গে জোটবদ্ধ হবে কি না সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি’ জানান ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী সেলিম।

তিনি বলেন, মানুষ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। সেখানে আমরা সাদাকে সাদা কালোকে কালো বলার জন্য জোটবদ্ধ হয়েছি।

(দ্য রিপোর্ট/আরএইচ/জেএম/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর