thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘নির্বাচন নির্ভর করছে বিরোধী দলের ভূমিকার ওপর’

২০১৪ জানুয়ারি ২৩ ১৯:২১:৩৩
‘নির্বাচন নির্ভর করছে বিরোধী দলের ভূমিকার ওপর’

সিলেট অফিস : আবুল মাল আবদুল মুহিত দ্বিতীয় মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বৃহস্পতিবার সিলেটে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিকেল ৩টায় অর্থমন্ত্রী বলেন, ‘কখন নির্বাচন হবে তা নির্ভর করছে বিরোধী দলের ভূমিকার ওপর। তারা যদি সহিংসতার পথ পরিহার করে আলোচনায় আসে, তবে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছে যে কোনো সময় নির্বাচন করা সম্ভব হবে।’

মন্ত্রী বিগত দিনে বিরোধী দলের সহিংসতা, সন্ত্রাস, ভাংচুর, জ্বালাও-পোড়াওয়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘যারা সহিংসতা করবে তাদের শায়েস্তা করতে হবে। বিরোধীদলীয় নেত্রী এ পথ পরিহার করেছেন এ জন্য তাকে ধন্যবাদ। আমি তার মঙ্গল কামনা করছি।’

অর্থমন্ত্রী বলেন, ‘মহাজোট সরকার দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ৭ বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

অর্থমন্ত্রী বেলা ২টায় নভোএয়ার-এর একটি বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা দেন।

পরে মটর শোভাযাত্রায় মন্ত্রী হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে মন্ত্রী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল (অব.) মরহুম এম এ জি ওসমানী, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, মরহুম দেওয়ান ফরিদ গাজীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন।

পরে মন্ত্রী নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনার আয়োজন করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজে/এসকে/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর