thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘আদর্শের অনুসারীরা আ.লীগে নেই’

২০১৪ জানুয়ারি ২৩ ১৯:৪৩:৩৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বেঙ্গল বলেছেন, ‘আওয়ামী লীগের আদর্শের কোনো অনুসারী এখন আর আওয়ামী লীগে নেই।’

স্বাধীন ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

‘চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে দেশে পলিটিক্যাল কিলিং চলছে। সম্প্রসারণবাদী ভারতের প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে এ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলানো হচ্ছে। ভারতের কদর রাজ্যে পরিণত করার এ নীলনকশার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

স্বাধীনতার সূচনালগ্নে ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জার্নালিস্ট অ্যাসোশিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) সদস্য সচিব এলাহী নেওয়াজ খান সাজু, সাংবাদিক নেতা কামার ফরিদ, এবিএম মোশারফ হোসেন, নাজির আহমেদ হোসাইনী, আলহাজ আতাউর রহমান, হালিমা খান লুসি, ফরিদ আহমেদ, ম. নুরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন ও ইলিয়াছ হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ম. মঞ্জুর হোসেন ঈসা।

এলাহী নেওয়াজ খান বলেন, ‘আল্লাহ প্রদত্ত জালিম সরকার আমাদের পাওনা ছিল। মুসলমানদের মধ্যে যদি ঈমানী দায়িত্ব ও ন্যায়বিচারবোধ না থাকে তা হলে মানবাধিকার লঙ্ঘন হবেই।’

তিনি বলেন, ‘৭২ সালের পর থেকেই দেশে বিচারবহির্ভূত হত্যা শুরু হয়েছে। তাই ন্যায় বিচারের ভিত্তি এখানে দুর্বল হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যেভাবে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে তাতে এ দেশের স্বাধীনতা একদিন ধ্বংস হয়ে যাবে।’

এবিএম মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববাসীকে ধোকা দেওয়ার জন্য সাম্প্রদায়িকতার নাটক সাজিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার।’

(দ্য রিপোর্ট/এম/এনডিএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর