thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

আত্মঘাতী হামলা প্রতিরোধে শিয়াদের বিক্ষোভ

২০১৪ জানুয়ারি ২৩ ১৯:৪৪:২৭
আত্মঘাতী হামলা প্রতিরোধে শিয়াদের বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজার হাজার শিয়া মুসলিম। দেশটির কুয়েটার হাজারা নৃ-গোষ্ঠীর শিয়ারা বুধবার এ বিক্ষোভ শুরু করে। খবর : আলজাজিরার।

এক আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার ২৪ জন শিয়া মারা যাওয়ার পর বিক্ষোভ শুরু করে তারা। ভবিষ্যতে হামলা প্রতিরোধে কোনো ব্যবস্থা না নিলে এই লাশগুলোকে দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠ হাজারা ডেমোক্রেটিক পার্টির প্রধান আব্দুল খালিক হাজারা এএফপি’কে বলেন, ‘সরকার হামলাকারীদের গ্রেফতার ও তাদের আস্তানায় অভিযান চালানোর নিশ্চয়তা না দিলে আমরা লাশগুলো দাফন করব না।’

বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা কুয়েটার রাস্তার উপর রাখা লাশের পাশে বসে আছে। এ ছাড়াও করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতেও বিক্ষোভ চলছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

২০১৩ সালে শিয়াদের লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলায় ৪ শতাধিক লোক প্রাণ হারিয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর