thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

জাপার সংরক্ষিত নারী আসন

এরশাদের বোন, জিএম কাদেরের স্ত্রীসহ ৬ জনের নাম চূড়ান্ত

২০১৪ জানুয়ারি ২৩ ২০:৪৬:১১
এরশাদের বোন, জিএম কাদেরের স্ত্রীসহ ৬ জনের নাম চূড়ান্ত

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের জন্য ৬ জনের নাম চূড়ান্ত করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচিত নামের তালিকা রবিবার নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের এক নেতার নিশ্চিত করেছেন।

নির্বাচিত প্রার্থীরা হলেন- এরশাদের ছোট বোন মেরিনা রহমান (স্বামী- মৃত ড. আসাদুর রহমান), এরশাদের ছোট ভাই জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, সুনীল শুভরায়ের স্ত্রী কনিকা রায়, চট্টগ্রামের ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের নেতা ইব্রাহিম মোর্শেদের স্ত্রী মাহজাবিন মোর্শেদ, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) গিয়াউদ্দিন চৌধুরীর স্ত্রী মাহমুদা চৌধুরী ও নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. শাহজাহানের স্ত্রী শানজিদা নাহিনা ইদ্রিস নূর।

এরশাদের বনানী কার্যালয় ‘রজনীগন্ধা’তে বৃহস্পতিবার এ তালিকা চূড়ান্ত করা হয় বলে জাতীয় পার্টির সূত্রে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়শল চিশতী, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভরায় ও এরশাদের ব্যক্তিগত সহকারি মেজর (অব.) খালেদ।

সূত্রের দাবি, রওশন এরশাদের সম্মতিতেই এ নামগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর