thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ’

২০১৪ জানুয়ারি ২৩ ২০:৪৭:৩০
‘জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ’

ঠাকুরগাঁও সংবাদদাতা : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এই সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই দেশ সকলের। মানুষের জীবন নিয়ে রাজনীতি করা কারও উচিৎ নয়।’

গত ৫ জানুয়ারি সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রাম বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এ দেশে সকলেই নিরাপদে বেঁচে থাকবে এটাই স্বাভাবিক। অথচ দেশে আজ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয়। তারা রাজনীতির কারণে বলির পাঠা হচ্ছেন। অতীতে সাম্প্রদায়িক সহিংসতার বিচার কেউ করেনি, এখনও করা হচ্ছে না।’

তিনি সাম্প্রদায়িক সহিংসতা ঘটনার জন্য যারা দায়ী তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান।

কাদের সিদ্দিকী এ সময় নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নারী-পুরুষের কাছে নির্বাচন বিরোধীদের অত্যাচারের কথা শোনেন এবং তাদের শান্ত্বনা দেন। তিনি সহিংসতায় নিহতের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন এবং আগামী সাত দিনের মধ্যে আরও সাহায্য প্রদানের আশ্বাস দেন।

কৃষক শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএআর/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর