thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

বিশ্ব ইজতেমায় স্বাস্থ্য সেবা

২০১৪ জানুয়ারি ২৩ ২০:৫২:১৭
বিশ্ব ইজতেমায় স্বাস্থ্য সেবা

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে মুসলিম জাহানের বৃহত্তম জমায়েতে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার। এরই মধ্যে ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি আসছেন তুরাগ তীরে। ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রদান করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। প্রস্তুতি নিয়েছে জেলা সিভিল সার্জন অফিসও। কন্ট্রোল রুম স্থাপন, অ্যাজমা, হৃদরোগ, অর্থোপেডিক বিভাগ ও স্যানিটেশন টিম গঠন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. খন্দকার মো. সিফায়েতুল্লাহ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবার নানা দিক তুলে ধরে বলেন, ‘মুসল্লিদের সুবিধার্থে ৯টি স্ট্যান্ডবাই অ্যাম্বুলেন্স থাকবে। ইতোমধ্যে টঙ্গী সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।’

এ সময় তার সঙ্গে গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, জেলা সিভিল সার্জন ডা. মো. শাহ আলম শরীফ উপস্থিত ছিলেন।

এদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে ইজতেমা মাঠে ৪৫টি স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। র‌্যাব, ইবনে সিনা, হামদর্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবায় কাজ করছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর