thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

আবদুল আওয়াল মিন্টু মুক্ত

২০১৪ জানুয়ারি ২৩ ২১:২২:২৪
আবদুল আওয়াল মিন্টু মুক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু মুক্তি পেয়েছেন। গাজীপুর কাশিমপুর কারাগার-১ থেকে বৃহস্পতিবার রাত ৭টা ৩৫ মিনিটে তিনি বের হয়ে আসেন।

কাশিমপুর কারাগারের জেল সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হেফাজতের মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন আবদুল আওয়াল মিন্টুকে ১০ হাজার টাকা বন্ডে জামিন দেন। মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

গত ১০ নভেম্বর রাত ১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার বাসা থেকে বের হওয়ার পরআবদুল আওয়াল মিন্টু ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

এরপর গত বছরের ৫ এপ্রিল হেফাজতের সমাবেশে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে করা মামলায় আটক দেখানো হয়।

(দ্য রিপোর্ট/এমএফ/এমএআর/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর