thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ কাজী জাফরের

২০১৪ জানুয়ারি ২৩ ২১:৫৪:২৮
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ কাজী জাফরের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির একাংশের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

বারিধারার চীন দূতাবাসে বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী জাফরের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব নিয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কাজী জাফর আহমদের কথা হয়েছে জানিয়েছেন কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা।

জাপা সূত্রের দাবি, বৈঠকের শুরুতেই কাজী জাফর আহমদ চীনা রাষ্ট্রদূতকে “বাংলাদেশকে চীন ‘স্বাধীন’ দেখতে চায়”- এ মন্তব্যের জন্য ধন্যবাদ জানান। কাজী জাফর বলেন, চীনের এ মন্তব্য দেশের জনগণ, সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের কাছে প্রশংসিত হয়েছে। কারণ, এ বক্তব্যের মাধ্যমে চীন বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা দেখিয়েছে।

এ ছাড়া চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য কাজী জাফর আহমদের ধন্যবাদ জানান বলে জাপা সূত্র জানায়।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর