thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কানাডায় বৃদ্ধাশ্রমে আগুন : নিহত ৩

২০১৪ জানুয়ারি ২৩ ২২:২৯:২৬
কানাডায় বৃদ্ধাশ্রমে আগুন : নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক : কানাডার কুইবেকে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও ২০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। এ ছাড়া আরও নয়জন আহতের খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, কুইবেক শহরের ২২৫ কিলোমিটার পূর্বে লা’ইসলে ভের্তে শহরের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া ভবনটিতে কমপক্ষে ৫০-৬০ জন বৃদ্ধ ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, এখনও উদ্ধার তৎপরতা ও নিখোঁজদের সন্ধান চলছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আগুনে ক্ষয়-ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা নির্ণয়ের চেষ্টা চলছে।

কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর