thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

তানোরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

২০১৪ জানুয়ারি ২৩ ২২:৪৪:৫৩
তানোরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর তানোরে সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে আমেনা বিবি (৫০) নামে এক বৃদ্ধাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে জাইদুর ও মর্জিনা গুরুতর জখম হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আমেনার স্বামী বাদী হয়ে ১২ জনকে আসামি করে তানোর থানায় বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ দ্য রিপোর্টকে জানান, ঘটনাটি নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের মাড়িয়া জুকারপাড়া গ্রামের ৫৩ শতক সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাকারিয়া মোড়লের সমাজের লোকজন সামশুদ্দিন মোড়লের সমাজের লোকজনকে ঘিরে হামলা চালায়।

পরে জাকারিয়া মোড়ল লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে সামশুদ্দিন মোড়লের বাড়িতে গিয়ে তার স্ত্রী আমেনা বিবিকে (৫০) এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় জাইদুর ও মার্জিনা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

এ সময় আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বিবিকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এনডিএস/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর