thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ইজতেমার ভেতরের খবর

২০১৪ জানুয়ারি ২৪ ০১:১৩:৫৬
ইজতেমার ভেতরের খবর

দ্যা রিপোর্ট ডেস্ক : ইজতেমার ময়দানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এসব বিষয়-আশয় নিয়ে রয়েছে পাঠকের কৌতুহল। একারণে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপিত হলো তাদের উদ্দেশে-

  • সমাবেশের ভিতরে কোথাও কোনো মুভি ক্যামেরা ঢুকতে দেওয়া হয় না।
  • প্রতিবছরই ইজতেমা ময়দানে কিছু মানুষ মারা যান, তাঁদের জানাযাও সেখানে হয়।
  • প্রতিবছরই বেশ কিছু যৌতুকবিহীন বিয়ে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। শুধু বর ইজতেমা ময়দানে কবুল বলার মাধ্যমে নিজের সম্মতি জ্ঞাপন করেন। কনের সম্মতি তার ঘর থেকে কাজী সংগ্রহ করে থাকেন।
  • প্রচুর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের প্রচার-প্রসারের স্বার্থে কিংবা শ্রেফ জনসেবার জন্য সমাবেশে আগত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে থাকে।
  • আগে গণমাধ্যম এই সমাবেশে সরাসরি সংশ্লিষ্ট না হলেও এখন অনেক গণমাধ্যমই সমাবেশের আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করে।
  • ইজতেমা ময়দানে ইসলামের প্রবর্তনকালীন সময়কার স্বাদ এনে দিতে আযান এবং নামাযের সময় কোনো মাইক ব্যবহার করা হয় না। মূল ইমামের আওয়াজ শুনে বিভিন্ন খিত্তার দায়িত্বে থাকা জিম্মাদারদের পুনারাবৃত্তির মাধ্যমে ইমামের আওয়াজ ছড়িয়ে যায় পুরো ময়দান জুড়ে। আর সেই আহবানে সাড়া দিয়ে মুক্তাদিগণ নামায আদায় করেন।

(দ্য রিপোর্ট/একেএম/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর