thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

১৮ দলীয় জোটে যাচ্ছে কাজী জাফরের জাতীয় পার্টি

২০১৪ জানুয়ারি ২৪ ০২:৫১:৫৯
১৮ দলীয় জোটে যাচ্ছে কাজী জাফরের জাতীয় পার্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : কয়েক মাস ধরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মসূচিতে সমর্থন দিয়ে এলেও এবার সরাসরি জোটভুক্ত হচ্ছে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

সূত্র জানায়, ২৫ জানুয়ারি সন্ধ্যায় কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ১৮ দলীয় জোটে যোগ দেবেন। ওই দিন দুপুর ১২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি বর্ধিত সভা করবে দলের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে। সভায় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব সদস্য ও জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভার সর্বসম্মত সিদ্ধান্তের পরই তারা ১৮ দলীয় জোটে যোগ দেবেন।

সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ১৮ দলের সভায় অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদকে। তিনি আমন্ত্রণ রক্ষা করে গণসমাবেশে যোগ দেন এবং বক্তব্যও রাখেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে অন্তর্ভুক্তি সম্পর্কে জানতে চাইলে সদ্য এরশাদকে ত্যাগকারী এ নেতা বলেন, ২৫ জানুয়ারি আমাদের দলের বর্ধিত সভা হবে। ওই সভা শেষে সন্ধ্যায় আমরা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আমাদের মতাদর্শগত ঐক্য রয়েছে। আমরা উভয়ই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। এই বন্ধনকে স্থায়ী রূপ দিতে চাই।

এদিকে খালেদা জিয়া ঘোষিত ২৯ ডিসেম্বরের গণতন্ত্রের অভিযাত্রা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বিএনপির কেউ মাঠে না নামলেও কাজী জাফর তার নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন। ওই দিন জাপার (জাফর) ২৩ নেতাকর্মী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক হন। পরে তারা জামিনে মুক্ত হন।

(দ্য রিপোর্ট/টিএস/এপি/শাহ/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর