thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

২০১৩ নভেম্বর ০১ ১৫:০৩:৫৫
শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা অবসানের লক্ষ্যে ১৮ দলীয় জোট নেত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃবৃন্দ।

শনিবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নেতৃত্বে শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠনের নেতারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

বৈঠকে নির্দলীয় তত্বাবধায়ক সরকার ইস্যুতে ১৮ দলীয় জোটের চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। হরতাল বা ধর্মঘট না করে কিভাবে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় সেসব বিষয় প্রাধান্য পাবে বলে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন।

গত সপ্তাহে এফবিসিসিআই’র সাবেক কয়েকজন সভাপতি এক সংবাদ সম্মেলনে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে চলমান রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য সরকার ও বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলীয় নেতার সঙ্গে যোগাযোগ করার জন্য এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে দায়িত্ব দেয়া হলে তিনি এ বৈঠকের ব্যবস্থা করেন।

(দিরিপোর্ট২৪/এমআই/জেএম/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর