thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ইন্টারনেট ঈশ্বরের উপহার: পোপ ফ্রান্সিস

২০১৪ জানুয়ারি ২৪ ০৪:৪০:১০
ইন্টারনেট ঈশ্বরের উপহার: পোপ ফ্রান্সিস

দ্য রিপোর্ট ডেস্ক : পোপ ফ্রান্সিসের মতে, ইন্টারনেট হলো ঈশ্বরের দেওয়া উপহার। কেননা, ইন্টারনেটের কারণে যোগাযোগ সহজ হয়েছে। বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যকার যোগাযোগের বাধার দেয়াল ভেঙ্গে দিয়েছে ইন্টারনেট। এর কারণে তারা একই প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারছে। খবর ভ্যাটিকানের।

এসব বলা হয় ক্যাথলিক চার্চ কর্তৃক পালিত বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে লেখা এক বাণীতে। ১৯৬৭ সালে পোপ পল ষষ্ট এই দিনটি প্রবর্তন করেন। জুন মাসের প্রথম দিনে দিবসটি পালিত হবে। ফ্রান্সিস ইন্টারনেটকে শুধু প্রযুক্তি হিসেবে নয়, মানবতার জন্য বড় অর্জন বলে উল্লেখ করেন। এর মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংলাপ সম্ভব।

ফ্রান্সিস ভ্যাটিক্যান সিটি থেকে দেওয়া বৃহস্পতিবারের বাণীতে বলেন, এ সব সংলাপের কারণে লোকে বিশ্বাস করে শুধু নিজের নয়, অপরেরও কিছু বলার আছে। এটা আরও বলে যে, নিজের বিশ্বাসই একমাত্র বৈধ বিষয় নয়।

তিনি মনে করেন এই প্রযুক্তি দ্বারা ক্যাথলিকদের জগতকে আরো সংঘবদ্ধ করা যাবে।

পোপ ইন্টারনেটের অপব্যবহার নিয়েও সচেতন। তিনি সর্তক করে বলেন, এর বেশি ব্যবহার মানুষকে তার পরিবার ও বন্ধুদের কাছ থেকে একা করে দিতে পারে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর