thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আমবয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমা

২০১৪ জানুয়ারি ২৪ ০৮:৪৮:৪৮
আমবয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমা

গাজীপুর সংবাদদাতা : নানা আয়োজন ও কঠোর নিরাপত্তা বলয়ে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার মূল মঞ্চের মাইকে সকাল থেকেই বয়ান হচ্ছে।

কনকনে শীত উপেক্ষা করে এরই মধ্যে দেশের নির্ধারিত ৩২টি জেলাসহ বিশ্বের শতাধিক দেশ থেকে আগত মুসল্লিদের পদচারণায় সরব হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ। বৃহস্পতিবার সারারাত ধরেই মুসল্লিরা ইজতেমায় এসেছেন। তা ছাড়া ইজতেমা শুরুর দিন শুক্রবার হওয়ায় সকাল থেকে টঙ্গী ও এর আশপাশের লোকজন জুমার নামাজে অংশ নিতে হেঁটে ইজতেমা ময়দানে আসছেন। ধারণা করা হচ্ছে ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল নামবে।

স্থানীয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য রিপোর্টকে জানান, ইজতেমার পুরো এলাকা ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া সিসি টিভিসহ আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে সর্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/শাহ/এইচএসএম/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর