thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার বিবার

২০১৪ জানুয়ারি ২৪ ১০:০০:২৮
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার বিবার

দ্য রিপোর্ট ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছেন টিনএজ পপতারকা জাস্টিন বিবার।

তার বিরুদ্ধে গ্রেফতারে বাধা দেওয়া ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগও আনা হয়েছে। পরে ১৯ বছর বয়সী এই তারকা আড়াই হাজার মার্কিন ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, মিয়ামি বিচ স্ট্রিটে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেলে মিয়ামি কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে বিবারকে বিচারকের সামনে হাজির করা হয়। জামিন পাওয়ার পর পুলিশ কর্মকর্তা ও ভক্তবেষ্টিত হয়ে আদালত ত্যাগ করেন তিনি।

গত বছর পুলিশের সঙ্গে বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়েছেন বিবার। (সূত্র : বিবিসি, সিএনএন)

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর