thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দক্ষিণকে শান্তির বার্তা উত্তর কোরিয়ার

২০১৪ জানুয়ারি ২৪ ১০:৪৫:৪৮
দক্ষিণকে শান্তির বার্তা উত্তর কোরিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে পুনর্মিলন ও শত্রুভাবাপন্ন মনোভাব বন্ধের বার্তা দিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ওই চিঠিটি প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অনুশীলন শুরু করার কয়েক সপ্তাহ আগে এ বার্তা পাঠাল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন (এনডিসি) থেকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, দুই কোরিয়ার সম্পর্ক ঠিক করার জন্য প্রয়োজন সামরিক পদক্ষেপ বন্ধে সিদ্ধান্ত নেওয়া।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিশেষ নির্দেশে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, গোপন উদ্দেশ্যের অভিযোগ এনে ওই চিঠির বার্তাকে নাকচ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

দুই কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। গতবছর উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর