thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঢাবি ‘ঘ’ ইউনিটের সংগীত ও নাট্যকলার সাক্ষাৎকার বুধবার

২০১৪ জানুয়ারি ২৪ ১১:২১:৫০
ঢাবি ‘ঘ’ ইউনিটের সংগীত ও নাট্যকলার সাক্ষাৎকার বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিজ্ঞান ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তির সাক্ষাৎকার আগামী ২৯ জানুয়ারি বুধবার থেকে শুরু হবে।

নির্দিষ্ট মেধাক্রম শেষে সংগীত ও নাট্যকলা বিভাগের ৪০টি আসন পূর্ণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আসনগুলো পূর্ণ করার জন্য আগামী ২৯ ও ৩০ তারিখে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে শুধুমাত্র বিজ্ঞান ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখার জন্য নাট্যকলা বিভাগে ৭টি, সংগীত বিভাগে ২০টি, ব্যবসায় শিক্ষা শাখার জন্য নাট্যকলা বিভাগে ৩টি ও সংগীত বিভাগে ১০টি সিট পূরণ করা হবে।

এ বিভাগে ভর্তি হতে আগ্রহী বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ২৯ ও ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্র্যাকটিক্যাল পারফরমেন্সের জন্য নির্বাচনী বোর্ডের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। শুধুমাত্র প্র্যাকটিক্যাল পারফরমেন্সে উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/ এমডি/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর