thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘গণতান্ত্রিক দল হওয়ার ভাব দেখাচ্ছে বিএনপি’

২০১৪ জানুয়ারি ২৪ ১৩:৫৭:১৭
‘গণতান্ত্রিক দল হওয়ার ভাব দেখাচ্ছে বিএনপি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিএনপি গণতান্ত্রিক দল হওয়ার ভাব দেখাচ্ছে’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি এখন বলছে যে তারা জামায়াতকে ত্যাগ করার চেষ্টা করছে।

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে ‘আমরা মুক্তিযুদ্ধের সন্তান’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় কামরুল ইসলাম বলেন, জামায়াতের ঔরশ থেকে জন্ম নিয়েছে বিএনপি। কেউ কারও ঔরশকে ভুলতে পারে না। বিএনপি এখন জামায়াতকে ত্যাগ করার একটা নাটক করছে। বিএনপি দেখাচ্ছে, তারা ভালো হয়ে গেছে। কিন্তু তাদের এই ভালো কত দিন থাকে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি যে আন্দোলন করছে, তা কোনো সরকারের বিরুদ্ধে নয়। তারা আন্দোলন করছে পুরো রাষ্ট্রের বিরুদ্ধে।

এ ছাড়াও তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন ভালো হয়েছে না খারাপ হয়েছে তা কোনো আলোচনার বিষয় হতে পারে না। এই নির্বাচন হয়েছে সাংবিধানিক ধারা রক্ষার স্বার্থে। ভবিষ্যতে যদি কোনো নির্বাচন হয় তবে তাও সাংবিধানিকভাবেই হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংগঠনের সভাপতি হূমায়ূন কবির ও যুগ্ম সম্পাদক শফিকুল্লাহ মজুমদার টিপু, প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/ এমডি/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর