thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

এএপির সদস্য রাহুল-সোনিয়া-মোদি, ওবামা-জোলি-মহাত্মা গান্ধী!

২০১৪ জানুয়ারি ২৪ ১৪:০৫:০৫
এএপির সদস্য রাহুল-সোনিয়া-মোদি, ওবামা-জোলি-মহাত্মা গান্ধী!

দ্য রিপোর্ট ডেস্ক : অরবিন্দ কেজরিওয়ালের মনে হয় আর আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রচারণা চালানোর দরকার নেই। কারণ জাতীয় নির্বাচনে এএপির প্রধান দুই প্রতিদ্বন্দ্বি ‘নরেন্দ্র মোদি’ আর ‘রাহুল গান্ধী’ দুজনেই এএপির সদস্য হয়েছেন!

প্রশ্ন জাগতে পারে, নরেন্দ্র মোদি কিংবা রাহুল গান্ধি নামে তো আরও মানুষ আছে ভারতে। তবে বিষয় হলো শুধু নাম নয়, তাদের ঠিকানাও মিলে যাচ্ছে।

এএপির সদস্য তালিকায় আরও আছেন কংগ্রেস সভানেত্রী ‘সোনিয়া গান্ধি’, মার্কিন প্রেসিডেন্ট ‘বারাক ওবামা’, ৯০ বছর বয়সী ‘অটল বিহারী বাজপেয়ী’ এমনকি প্রয়াত ‘মহাত্মা গান্ধি (মোহনদাস করমচাঁদ গান্ধি।

আছেন হলিউডের হার্টথ্রুব জুটি অ্যাঞ্জেলিয়া জোলি ও ব্রাড পিট।

‘নরেন্দ্র মোদি’ দুইবার কিংবা তারও বেশিবার এএপির সদস্য হিসেবে নিবন্ধন করেছেন।

মাত্র এক বছর বয়সী এ দলটি দেশব্যাপী অনলাইনে সদস্য সংগ্রহের জন্য প্রচারণা শুরু করার মাত্র ১২ দিনের মাথায় ৫০ লাখ সদস্য সংগ্রহের ঘোষণা দিয়েছিল। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মধ্যে এক কোটি সদস্য সংগ্রহের ঘোষণা দেয় আম আদমি পার্টি।

তবে এএপির অনলাইনে সদস্য সংগ্রহের প্রক্রিয়ায় রয়ে গেছে বড় ধরনের গলদ। সদস্য হতে আবেদন জানানোর পর ভেরিফিকেশনও করা হয়নি। যে কেউ যে কোনো তথ্য দিয়ে এএপির সদস্য হয়েছেন।

এমনকি এনডিটিভির এক প্রতিবেদক জুলিয়া রবার্ট নামে সদস্য হয়েছেন এএপির! (সূত্র: এনডিটিভি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর