thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

উপজেলা নির্বাচনে ২৪ কোটি ব্যালট ছাপা হবে

২০১৪ জানুয়ারি ২৪ ১৪:৩০:৫২
উপজেলা নির্বাচনে ২৪ কোটি ব্যালট ছাপা হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ২৪ কোটি ব্যালট পেপার ছাপার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি ৫টি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপার কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমরা উপজেলা নির্বাচনের জন্য ২৪ কোটি ব্যালট ছাপার কাজ শুরু করেছি। শিগগিরই এ কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, উপজেলার জন্য নির্ধারিত ১০টি প্রতীক দিয়ে এ ব্যালট পেপার ছাপা হচ্ছে। আরও ২ কোটি ব্যালট ছাপার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। কারণ কোথাও প্রতীক সংখ্যা ১০টির অধিক হলে সে ক্ষেত্রে আরও ব্যালট প্রয়োজন হবে। প্রয়োজন অনুযায়ী আরও ২ কোটি ব্যালট ছাপার জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর