thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

না.গঞ্জে ৪০ মণ জাটকা উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৪ ১৪:৩৭:৩৬
না.গঞ্জে ৪০ মণ জাটকা উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। তবে এ সময়ে কাউকে আটক করা যায়নি। শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান জানান, তাদের নিয়মিত টহল দল ধলেশ্বরী নদীতে অভিযান চালানোর সময়ে ঢাকামুখী এমভি রাসেল-১ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ৪০ মণ জাটকা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই লঞ্চের কেউ মাছের মালিকানা দাবি করেনি।

পরে এ সব জাটকা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর