thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সপ্তাহ শেষে সূচক লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

২০১৪ জানুয়ারি ২৪ ১৬:০৪:৫০
সপ্তাহ শেষে সূচক লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস বাজার উর্ধমুখী থাকায় সপ্তাহ শেষে দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক, টাকার পরিমাণে লেনদেন এবং বাজার মূলধন বেড়েছে। সপ্তাহজুড়ে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে সোমবার থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শরীয়াহ সূচক চালু করা। এ ছাড়া ধারাবাহিকভাবে লেনদেন বাড়া এবং বুধবার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হওয়া গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স সপ্তাহ শেষে বেড়েছে ৪.০৬ শতাংশ বা ১৮৩ পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৬৫ পয়েন্টে, সোমবার ৪৫৫০ পয়েন্টে, মঙ্গলবার ৪৫৮৪ পয়েন্টে, বুধবার ৪৬৪০ পয়েন্টে এবং বৃহস্পতিবার অবস্থান করে ৪৭০২ পয়েন্টে।

রবিবার ডিএসইর ব্রড ইনডেক্সে বাড়ে ৪৬ পয়েন্ট, সোমবার কমে ১৪ পয়েন্ট, মঙ্গলবার বাড়ে ৩৪ পয়েন্ট, বুধবার বাড়ে ৫৫ পয়েন্ট এবং বৃহস্পতিবার বাড়ে ৬২ পয়েন্ট।

ডিএস-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে বেড়েছে ৪.৪৮ শতাংশ বা ৭১ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪১.৮৭ শতাংশ বা ১ হাজার ৯১ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৪৯৫ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৮ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, সোমবার ৬১০ কোটি ৮৭ লাখ ৯ হাজার টাকা, মঙ্গলবার ৭১০ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা, বুধবার ৮৩৪ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৬০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৬৯৮ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৭০১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬০৬ কোটি ৭৬ লাখ ৭ হাজার ২০৬ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩.৫০ শতাংশ বা ৮৭ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৩৩৮ টাকা।

সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৭৩৯ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ১৪০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০২ টাকা।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ৭৪টির, দর অপরিবর্তিত রয়েছে ৮টির এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির।

গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩.২৯ শতাংশ বা ৯ হাজার ১০১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭৬৫ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৭৬ হাজার ৮৫৮ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৭০ টাকা এবং সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৮৫ হাজার ৯৬০ কোটি ৯৩ হাজার ৫৩৫ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮৯.৫২ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.৯৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৩.৭২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ২.৭৮ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সপ্তাহ শেষে ৩.৮৯ শতাংশ বা ৩৪৬ পয়েন্ট বেড়েছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার দর।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর