thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি অবৈধ

২০১৪ জানুয়ারি ২৪ ১৬:৫৭:২১
যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি অবৈধ

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারি কর্মসূচিকে অবৈধ বলেছে দেশটির কেন্দ্রীয় গোপনীয়তা পর্যবেক্ষণকারী সংস্থা। সংস্থাটির মতে, এনএসএ যে লাখ লাখ ফোন কল রেকর্ড করে তা সন্ত্রাসবাদ দমনে তেমন একটা সহায়তা করে না। খবর আলজাজিরার।
সংস্থাটির বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে, দেশটির সরকারকে এনএসএ’র এই গোপন নজরদারি কর্মসূচি বন্ধের আহ্বান জানায় সংস্থাটি। ইতোমধ্যে সংগৃহীত তথ্যগুলো সংশোধনেরও আহ্বান জানানো হয়।
এদিকে, এই প্রতিবেদন প্রকাশের দিনই এনএসএ’র গোপন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনও জানিয়ে দিয়েছেন তিনি আর যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন না। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার আশঙ্কা তিনি যুক্তরাষ্ট্রে ন্যায় বিচার পাবেন না।

প্রসঙ্গত, স্নোডেন বর্তমানে রাশিয়ায় রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএ/এসকে/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর