thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রানা প্লাজায় আহত গার্মেন্টসকর্মীর আত্মহত্যা

২০১৪ জানুয়ারি ২৪ ১৭:০৫:০১
রানা প্লাজায় আহত গার্মেন্টসকর্মীর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : টঙ্গীর তুরাগ এলাকায় সাভার রানা প্লাজার গার্মেন্টসকর্মী সালমা (২৭) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় শুক্রবার সকাল ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

সালমার স্বামীর নাম বাবু। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার চর সরিষাবাড়ি। তিনি তুরাগ থানার বামনারটেক ফজলু মিয়ার বাড়িতে থাকতেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রানা প্লাজা ধসের সময় সালমা মাথায় ও শরীরে আঘাত পান। এতে তার শরীরে প্রায়ই যন্ত্রণা হত। ধারণা করা হচ্ছে, হয়ত যন্ত্রণা সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার রাতে তিনি আত্মহত্যা করেন।

মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসকে/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর