thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাবির সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

২০১৪ জানুয়ারি ২৪ ১৭:১৯:১৩
জাবির সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি ড. গোলাম মঈনুদ্দিনকে পেটানো ও লাঞ্চিত করার অভিযোগে ছাত্রলীগ নেতা মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শিক্ষককে পেটানোর দায়ে মামুন খানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির বৈঠকে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিদ্ধান্তগুলো হল- মামুনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা, কারণ দর্শানোর নোটিশ প্রদান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের ও তার অনার্সের সার্টিফিকেট বাতিল করা।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর