thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাঈদ আহমদ স্মরণে সেমিনার ও নাটক প্রদর্শনী

২০১৪ জানুয়ারি ২৪ ১৭:৩৬:২১
সাঈদ আহমদ স্মরণে সেমিনার ও নাটক প্রদর্শনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অগ্রপথিক সাঈদ আহমদ স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার এন্ড আর্টস (সাফকা) যৌথভাবে আয়োজন করেছে সেমিনার ও নাটক প্রদর্শনী।

শিল্পকলা একাডেমীতে শনিবার দুই পর্বে অনুষ্ঠিত হবে সেমিনার ও নাটক প্রদর্শনী।

প্রথম পর্বে রয়েছে অমৃতের সন্ধানে অভিযাত্রী সাঈদ আহমদ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ। বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রবন্ধ পাঠ করবেন অপূর্ব কুমার কুন্ড। সেমিনারে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যাভিনেতা ড. ইনামুল হক, বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, নাট্যাভিনেতা আলী যাকের, অধ্যাপক আবদুস সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক শাহমান মৈশান।

এছাড়া দ্বিতীয় পর্বে একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত ও আমিনুর রহমান মুকুল নির্দেশিত পালাকার-এর পরিবেশনায় নাটক ‘কালবেলা’।

(দ্য রিপোর্ট/কেএম/জেএম/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর