thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সৌদিয়া পরিবহনে ডাকাতি

২০১৪ জানুয়ারি ২৪ ১৭:৫৩:৩৮
সৌদিয়া পরিবহনে ডাকাতি

বেনাপোল (যশোর) সংবাদদাতা : চট্টগ্রাম-কলকাতাগামী সৌদিয়া পরিবহনে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশে সাত ডাকাত পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে ভোরে মানিকগঞ্জ এলাকায় নেমে পড়ে।

গাড়িতে আসা পাসপোর্টধারী যাত্রীরা জানায়, সৌদিয়া পরিবহন কোচটি রাতে ঢাকা থেকে ছাড়ার পর মানিকগঞ্জ-সাভারের মাঝামাঝি স্থানে হঠাৎ করে সাত যুবক অস্ত্রের মুখে গাড়ির চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় যাত্রীদের কাছ থেকে পাসপোর্টে এনড্রোস করা ডলার, নগদ টাকা, মোবাইল ও মহিলাদের স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে ভোরের দিকে মানিকগঞ্জ এলাকায় নেমে যায়। শুক্রবার সকাল ১১টার দিকে পরিবহনটি বেনাপোল চেকপোস্টে এলে যাত্রীরা ডাকাতির ঘটনা জানায়। এ সময় অনেক যাত্রী টাকা-ডলার না থাকায় ভারতে যেতে অনীহা প্রকাশ করেন।

সৌদিয়া পরিবহনের বেনাপোল চেকপোস্টের ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ডাকাতরা টিকিট কেটে যাত্রীবেশে ডাকাতি করেছে। তাদের ছবি ভিডিও করা হয়েছে। তাদের আটক করতে পুলিশের সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যারা ভারতে না গিয়ে বাড়ি ফিরে যেতে চায় তাদের পরিবহন কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/আরকে/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর