thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

রোহিঙ্গা গণহত্যা তদন্তে জাতিসংঘের আহ্বান

২০১৪ জানুয়ারি ২৪ ১৯:২১:৩০
রোহিঙ্গা গণহত্যা তদন্তে জাতিসংঘের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যার প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই শুক্রবার দেশটির সরকারকে এ আহ্বান জানান। খবর বিবিসির।

এক বিবৃতিতে নাভি পিল্লাই বলেন, ‘এ বিষয়ে একটি পূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দরকার।’

তিনি বলেন, ‘জাতিসংঘের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে, জানুয়ারি মাসের প্রথম দিকে এক সংঘাতে অন্তত ৪৮ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছে দেশটির সরকার।

বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করারও আহ্বান জানান।

পিল্লাই বলেন, ‘এ আহ্বানে দ্রুত সাড়া দিয়ে এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে মিয়ানমার সরকার তার স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রদর্শনের সুযোগ পাবে।’

এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্র ও আইনের শাসন আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, চলতি জানুয়ারির প্রথম দিকে রাখাইন রাজ্যে অন্তত ৪০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে বৌদ্ধ সম্প্রদায়ের উগ্রবাদীরা। ওই অঞ্চলে অবস্থানরত মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য প্রকাশ করে।

২০১২ সালের জুন মাস থেকেই মিয়ানমারের পশ্চিমে রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর দফায় দফায় হত্যাকাণ্ড চালিয়ে আসছে দেশটির উগ্রবাদী বৌদ্ধরা। ২০১৩ সাল জুড়েও দেশটির বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর হামলা অব্যাহত থাকে।

(দ্য রিপোর্ট/এমএ/এসকে/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর