thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সোনারগাঁয়ে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মিছিল

২০১৪ জানুয়ারি ২৪ ২০:০১:৪০
সোনারগাঁয়ে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মিছিল

নারায়ণগঞ্জ সংবাদদাতা : সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় জুয়া ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

সাতভাইয়া পাড়া জামে মসজিদ থেকে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি বের হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বৈদ্যেরবাজার এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জুয়া ও মাদক ব্যবসার মাধ্যমে স্থানীয় যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এলাকার অলিগলিতে দিনের বেলাতেই বিক্রি করা হয় মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল। সন্ধ্যা হলেই বসে জুয়া ও মাদকের আসর।

কেউ প্রতিবাদ করলেই তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোসহ নানাভাবে হয়রানি করা হয়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান বক্তরা।

সাতভাইয়া পাড়া জামে মসজিদের সভাপতি হাজী মজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য মনজুর হোসেন হিরু, গোলাম মোস্তফা, মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্থানীয় বাজার কমিটির সভাপতি ডা. আবুল হোসেনসহ শত শত এলাকাবাসী।

(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/জেএম/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর