thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘নির্বাচন নিয়ে আলোচনা আশা করি না’

২০১৪ জানুয়ারি ২৪ ২০:৩২:৪০
‘নির্বাচন নিয়ে আলোচনা আশা করি না’

চাঁদপুর সংবাদদাতা : সংলাপ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা আমরা আশা করি না। আলোচনা হবে গণতন্ত্র রক্ষা, দেশের স্বার্থ ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে।

চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সরকারের মেয়াদ পাঁচ বছর। নির্বাচন হবে আগামী ২০১৯ সালে।

তিনি বলেন, যারা সন্ত্রাস, হরতাল-অবরোধ করে তাদের কোমর ভেঙ্গে গেছে। সোজা হয় দাঁড়ানোর উপায় নেই।

বিরোধী দলের নির্বাচন বানচালের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, তারা নির্মূল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনারা সমাজের বিবেক। আপনারা আমার কঠোর সমালোচনা করবেন। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমি তা সংশোধন করতে পারবো।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর- ৪ আসনের সংসদ সদস্য ড. সামছুল হক ভুইয়া, জেলা প্রশাসক ইসমাইল হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমবি/এসবি/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর