thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাবা-মাসহ পরিবারের ৬ সদস্যকে খুন!

২০১৪ জানুয়ারি ২৪ ২২:০৩:৩৪
বাবা-মাসহ পরিবারের ৬ সদস্যকে খুন!

সম্পত্তি নিয়ে ঝগড়ার পর বাবা-মা’সহ পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে খুন করেছে মবিন। ভারতের উড়িশ্যা রাজ্যের পিলাখানা গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুপার লক্ষ্মী সিং শুক্রবার জানান, বৃহস্পতিবার রাত্রে অভিযুক্ত মবিন কুঠার দিয়ে তার বাবা মৌসম খান, মা আসগারি, দাদা সাকিন, বৌদি সান্নো ও তাদের দুই সন্তান সামাদ ও মুসকানকে কুপিয়ে হত্যা করে৷

বাবার সঙ্গে মবিনের সম্পর্ক ভালো ছিল না বলে জানান পুলিশ সুপার৷ তিনি বলেন, মৌসম খান তার বিপুল পরিমাণ সম্পত্তি বড় ছেলে সাকিনের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সম্পর্কের তিক্ততা বাড়ে৷ মৌসমের সম্পত্তির মধ্যে ছিল ইটভাটা ও কয়েক বিঘা কৃষি জমি৷ যার মূল্য কয়েক কোটি টাকা৷ সম্পত্তি নিয়ে কোনো মীমাংসা না হওয়ায় বৃহস্পতিবার রাতে পরিবারের ছয় সদস্যকে হত্যা করে মবিন৷

মবিন তার স্ত্রী নাইদের সঙ্গে আলাদা থাকতেন বলে জানা গেছে৷

মবিন তার কাকা জাইখাম ও চাচাতো ভাই শাজিদকে নিয়ে নিজ পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে হত্যা করে বলে জানান পুলিশ সুপার।

(দ্য রিপোর্ট/এসএম/জেএম/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর