thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

অস্ত্র ও বোমাসহ ১ ডাকাত গ্রেফতার

২০১৪ জানুয়ারি ২৪ ২২:১০:০৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১টি রাম দা, ২টি ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় আটক করা ওই ডাকাতের নাম মো. জাভেদ (২২)। তাকে শুক্রবার সকাল ৬টায় পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-বি, সিরামিক ৩নং গেইট থেকে আটক করা হয়।

উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান (ডিসি মিডিয়া) জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এসআই জাহিদুর রহমান খানের নেতৃত্বে একটি দল ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মো. জাবেদ ওরফে মোল্লা জাবেদ ওরফে ফর্মি জাভেদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। জাবেদের হেফাজতে থাকা একটি ছোট দা, একটি রাম দা, দু’টি ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ জাবেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় পল্লবী থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এসকে/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর