thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘জামায়াত-শিবিরের নৈরাজ্যের মদদ দিচ্ছেন খালেদা জিয়া’

২০১৩ নভেম্বর ০১ ১৭:৪৩:৫১
‘জামায়াত-শিবিরের নৈরাজ্যের মদদ দিচ্ছেন খালেদা জিয়া’

মাদারীপুর প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেছেন, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের পেছনে মদদ দিচ্ছেন। মাদারীপুরে শুক্রবার সকালে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

মন্ত্রী বলেন, ‘৭১ সালে হায়েনার দল আঘাত এনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পিলখানার ক্যাম্পে। হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করেছিল তারা। আজ তারাই আবার একই রকম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত জামায়াত শিবির হাজার হাজার গাড়ি-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। সড়ক পরিবহনের ২১ শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে, ১২ পুলিশকে হত্যা করেছে। তারাই বোমা মেরে পুলিশের হাত উড়িয়ে দিয়েছে, হেলমেট দিয়ে মাথা থেতলে দিয়েছে। ২ জন বিজিবি জওয়ানকেও হত্যা করেছে। আর জামায়াতে ইসলামকে মদদ দিচ্ছে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।’

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এ দেশের ত্রিশ লাখ মানুষ কিছু নিয়ে যাননি, তারা আমাদের মহান স্বাধীনতা দিয়ে গেছেন। সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের ।’

মন্ত্রী এ সময় তরুণ প্রজন্মকে দেশকে রক্ষার জন্য জামায়াত-শিবির ও বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার আহবান জানান।

জেলা প্রশাসক ও জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জে এস এম জাফরুল্লাহ। বক্তব্য রাখেন পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শেখ নাসির উদ্দিন, যুব সংগঠক শায়লা আক্তার প্রমুখ।

পরে মন্ত্রী যুব শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/নভেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর