thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দিনাজপুরে ৩ ওসি স্ট্যান্ড রিলিজ

২০১৪ জানুয়ারি ২৫ ০০:৫১:০৬

দিনাজপুর সংবাদদাতা : নির্বাচনী সহিংসতায় কার্যকরী ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় চিরিরবন্দর ও খানসামা থানার ৩ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্ট্যান্ড রিলিজ করে অন্যত্র বদলি করা হয়েছে।

জেলা পুলিশ অফিস সূত্রে জানা যায়, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে এক আদেশে শুক্রবার রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, তদন্তের হারেসুর রহমান ও খানসামা থানার কৃঞ্চ রায়কে স্ট্যান্ড রিলিজ করে অন্যত্র বদলি করা হয়েছে। নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যথাযথভাবে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এই ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা যায়।

এদের মধ্যে আব্দুর রহমানকে ঠাকুরগাঁও, হারেসুর রহমানকে নীলফামারী ও কৃঞ্চ রায়কে রংপুর পুলিশ সুপার কার্যালয়ে রিপোর্ট করার আদেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/এমসি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর