thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জার্মানিতে আততায়ীর হামলায় নিহত ২

২০১৪ জানুয়ারি ২৫ ০৬:৫১:৫৯
জার্মানিতে আততায়ীর হামলায় নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুট শহরের একটি আদালতে এক আততায়ীর গুলি ও ছুরিকাঘাতে দুই ব্যক্তি ‍প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশের এক মুখপাত্র জানান, আদালতের প্রবেশপথে চালানো এ হামলায় ৪৫ ও ৫০ বছর বয়সী দুই ব্যক্তি গুরুতর আহত হন। তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, নিহতরা ২০০৭ সালে আততায়ীর ভাইকে হত্যার দায়ে পুন:বিচারের সম্মুখীন হতে আদলতে এসেছিলেন।

২০০৮ সালে ওই দুই ব্যক্তি আততায়ীর ভাইয়ের একটি হত্যা মামলা থেকে মুক্তি পান। কিন্তু গত বুধবার ওই মামলা পুনরায় চালু করে দেশটির এক ফেডারেল আদালত।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর