thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মৌলভীবাজারে আখড়ার শান্তিনিবাসে আগুন

২০১৪ জানুয়ারি ২৫ ০৯:০৩:৩২
মৌলভীবাজারে আখড়ার শান্তিনিবাসে আগুন

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের সৈয়ারপুরে হিন্দু ধর্মাবলম্বীদের আখড়ার শান্তিনিবাসের টিনশেড ঘরে শুক্রবার গভীর রাতে আগুনের ঘটনা ঘটে। এতে শান্তিনিবাসের তিন ভাড়াটিয়ার প্রায় ১০টি কক্ষ পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, শহরের সৈয়ারপুরের শ্যামসুন্দর জিউর আখড়ার অর্থে নির্মিত শান্তিনিবাসে তিন ভাড়াটিয়া পরিবার বসবাস করেন। নিবাসের ভাড়াটিয়া নির্মল কুমার ভৌমিকের পাগল ছেলে এক সন্তানের জনক উৎপল কুমার ভৌমিক (৩৭) শুক্রবার রাতে পরিবারের সদস্যদের মারধর শুরু করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ এসে উৎপলকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে উৎপল আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

মুহূর্তেই আগুন শান্তিনিবাসের সব কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় শান্তিনিবাসের তিন ভাড়াটিয়া শিপ্রা রানী পাল, সুজিত সেন ও নির্মল কুমার ভৌমিকের শোবার কক্ষসহ ১০টি কক্ষের আসবাবপত্র, টাকাসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার শেখ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পাগলের দ্বারা আগুনের এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/টিএফ/এএস/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর