thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শেওড়াপাড়া থেকে হিজবুত তাহরীরের সদস্য আটক

২০১৪ জানুয়ারি ২৫ ০৯:৫৭:০০


দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়া থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরচিালক এটিএম হাবিবুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর হিজবুত তাহরীরের রাজনৈতিক বক্তব্য সংবলিত লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। তবে আটককৃত হিজবুত তাহরীরের ওই সদস্যের নাম-পরিচয় এবং তার কাছ থেকে কী ধরনের তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে গণমাধ্যমকে এখনও কিছুই জানায়নি র‌্যাব।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এক মিডিয়া ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।

(দ্য রিপোর্ট/এমএ/এমডি/শাহ/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর