thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৪ জানুয়ারি ২৫ ১১:১৮:৪২
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় হামিদুল কবির নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হামিদুল নাটোর সদর উপজেলার পালপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতায় একটি ছিন্নভিন্ন মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে থাকা মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় পাওয়া যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত হামিদুল মানসিক রোগী। গত চারদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর